লেখক পরিচিতি
রেভারেন্ড সমীরণ বারৈ, বাংলাদেশ থেকে
রেভারেন্ড সমীরণ বারৈ বাংলাদেশে কুরআন এবং কিতাবুল মোকাদ্দস বিশারদ খ্যাত একজন পরিচিত লেখক। তিনি Asian Graduate School of Theology (AGST), ফিলিপাইন এবং হাগাই ইন্সিটিউট ইন্টারন্যাশনাল থেকে ধর্মতত্ত্ব বিষয়ে বিশেষ ডিগ্রী অর্জন করেন। তিনি হীড-বাংলাদেশে ১২ বছর এবং লেপ্রচি মিশন বাংলেদেশে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মিশন বোর্ডে কর্মরত আছেন। তার লিখিত অন্যতম বইগুলোর মধ্য রয়েছে ; "কুরআন শরীফের আলোকে বেহেশতে যাওয়ার পথ", "গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ", "কুরআনের আলো" ইত্যাদি। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সভা ও সেমিনারে বিশেষ বক্তা হিসেবে গঠনমুলুক আলোচনা করে থাকেন।